Pages

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫

এমনও তো হয় - রুদ্র গোস্বামী

এমনও তো হয়
কারও চোখে জল গড়ালো
আর তুমি ভেসে গেলে সমুদ্দুর
এমনও তো হয়
কারও মুখে হাসি এলো
আর তুমি কুড়িয়ে পেলে রোদ্দুর
কখনও এমনও তো হয়, বলো -
পাশাপাশি খুব কাছাকাছি দুজনায়
অথচ কেউ কারও নয়

উৎসর্গ : ওপার এপারের দুই কিশোর কিশোরী বন্ধুকে ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন