Social Icons

রবিবার, ১ মার্চ, ২০১৫

চুম্বন - সুজাতা গঙ্গোপাধ্যায়

তোমার ঠোঁট আমার ঠোঁট ছুঁলো
যদিও এ প্রথমবার নয়,
চুম্বন তো আগেও বহুবার
এবার ঠোঁটে মিলেছে আশ্রয়।
যেমন সব ভয়ের গল্পে-
দৈত্য দানো-রাক্ষস আর ক্ষয়,
তিলে তিলে শুকোয় রাজকুমারী
অন্ত্যঃমিলে রাজপুত্রের জয়।
তবুও খুব ভিতরে বাঁধাহীন-
লড়াই চলে শুম্ভ-নিশুম্ভের,
প্রথম বলে ফুলটি ছিঁড়ে খাব
দ্বিতীয় বলে হাত পাততে শেখ্‌!
আসলে তুমি দীর্ঘ শাল-মূলী
সবার মাথা ছাড়িয়ে তোর বর
তোমার ঠোঁট আমার ঠোঁট ছুঁলো
আর যা কিছু- অকিঞ্চিতকর

শুক্রবার, ৯ জানুয়ারী, ২০১৫

তুই কি আমার দুঃখ হবি? - আনিসুল হক

তুই কি আমার দুঃখ হবি?
এই আমি এক উড়নচন্ডী আউলা বাউল
রুখো চুলে পথের ধুলো
চোখের নীচে কালো ছায়া
সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি।

তুই কি আমার দুঃখ হবি?
তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি?
মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি?
তুই কি আমার খাঁ খাঁ দুপুর
নির্জনতা ভেঙে দিয়ে
ডাকপিয়নের নিষ্ঠ হাতে
ক্রমাগত নড়তে থাকা দরজাময় কড়া হবি?
একটি নীলাভ এনভেলাপে পুরে রাখা
কেমন যেন বিষাদ হবি?

তুই কি আমার শুন্য বুকে
দীর্ঘশ্বাসের বকুল হবি?
নরম হাতের ছোঁয়া হবি?
একটুখানি কষ্ট দিবি,
নীচের ঠোট কামড়ে ধরা রোদন হবি?
একটুখানি কষ্ট দিবি
প্রতীক্ষার এই দীর্ঘ হলুদ বিকেল বেলায়
কথা দিয়েও না রাখা এক কথা হবি?
একটুখানি কষ্ট দিবি

তুই কি একা আমার হবি?
তুই কি আমার একান্ত এক দুঃখ হবি?

অমিমাংসিত সন্ধি - হেলাল হাফিজ

তোমাকে শুধু তোমাকে চাই, পাবো?
পাই বা না পাই এক জীবনে তোমার কাছেই যাবো।

ইচ্ছে হলে দেখতে দিও, দেখো
হাত বাড়িয়ে হাত চেয়েছি রাখতে দিও, রেখো

অপূর্ণতায় নষ্টে-কষ্টে গেলো
এতোটা কাল, আজকে যদি মাতাল জোয়ার এলো
এসো দু’জন প্লাবিত হই প্রেমে
নিরাভরণ সখ্য হবে যুগল-স্নানে নেমে।

থাকবো ব্যাকুল শর্তবিহীন নত
পরস্পরের বুকের কাছে মুগ্ধ অভিভূত।

এই বুকে‬ - মহাদেব সাহা

এই বুকে ভূমিকম্প সয়, বিচ্ছেদ সহে না,
অগ্নিকান্ড সয়, অশ্রুজল সহে না, সহে না ;
এই বুকে সবই সয়, শুধু সহে না বিরহ
সহে না কেবল এইভাবে ঘুরিয়ে নেয়া মুখ,
এই বুকে কতকিছু সয়, দুঃখ-পরাজয়
কতো ঝড়জল সয় বুকে, উপেক্ষা সহে না ;
এই বুকে সয় কতো মেঘরৌদ্র, অন্তহীন খরা
শুধু তোমার আঘাত বুকে সহে না, সহে না ।
সয় কাঁটা, শুধু সয় না তোমার ভুকে যাওয়া
এই বুকে জলোচ্ছাস সয়, ক্রন্দন সহে না,
এই বুকেকতোকিছু সয়, দূরত্ব সহে না ;
এই বুকে সবই সয়, শুধু বিচ্ছেদ সহে না
মরুঝড় সয় বুকে, তোমার অশ্রু সহে না ।

বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০১৫

অপেক্ষা - দিব্যেন্দু পালিত

অন্যমনে একদিন ভালোবাসা কড়া নেড়ে যাবে;
অপেক্ষায় থেকো।

পদশব্দে মনে হবে বাতাসের নিষ্ঠুর শাসানি
বহুদূরে শাণ দিচ্ছে ভয়ানক কৌতুকের থেকে।
তোমার দু’পাশে রাস্তা, সাজানো হর্ম্যের
অলিন্দ থম্‌কে আছে, চারিদিকে আলোর চাতুরি
স্বপ্নের ভিতর কিংবা মৃত্যুর ভিতর কিংবা
জাগরণে, সূর্যের ভিতর
একাকী, নিঃসঙ্গ, এই আত্মঘাতী শোকের ভিতর
থেকো, তবু অপেক্ষায় থেকো।