দু’হাত বাড়িয়ে আছি
কাছে এলে ঘর হবো।
তোমার উঠোন হবো
এঁকে বেঁকে গাছ হবো।
তোমার আঙুলে হবো
আঙুলের মিল ।
সোনার চামচ হবো
রুপার রেকাব হবো।
জল ভরা মেঘ হবো
কাঁখের কলস হবো।
তোমার চিবুকে হবো
কাজলের তিল।
নাচের ঘুঙুর হবো
সোনালী আবীর হবো।
জলের সাঁতার হবো
নদীদের চর হবো।
তোমার ব্যথায় হবো
ঝোড়ো গাঙচিল।
দু'হাত বাড়িয়ে আছি
ছুঁয়ে দিলে ঘর হবো।
তোমার আকাশ হবো
এঁকে বেঁকে গাছ হবো।
তোমার সিঁথিতে হবো
সিঁদুরের মিল ।
কাছে এলে ঘর হবো।
তোমার উঠোন হবো
এঁকে বেঁকে গাছ হবো।
তোমার আঙুলে হবো
আঙুলের মিল ।
সোনার চামচ হবো
রুপার রেকাব হবো।
জল ভরা মেঘ হবো
কাঁখের কলস হবো।
তোমার চিবুকে হবো
কাজলের তিল।
নাচের ঘুঙুর হবো
সোনালী আবীর হবো।
জলের সাঁতার হবো
নদীদের চর হবো।
তোমার ব্যথায় হবো
ঝোড়ো গাঙচিল।
দু'হাত বাড়িয়ে আছি
ছুঁয়ে দিলে ঘর হবো।
তোমার আকাশ হবো
এঁকে বেঁকে গাছ হবো।
তোমার সিঁথিতে হবো
সিঁদুরের মিল ।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন