স্বপ্ন গুলোকে আত্মহত্যা করিয়ে নিয়ে এলাম।
একটার নাম আকাশ,একটার নাম আলো,অন্যটা তুমি।
লাল, হলুদ, সবুজ, আমার দু'চোখে আর একটাও স্বপ্ন নেই।
এই দেখো আমার দুহাতে আগুন,এখন আমি সমুদ্র পোড়াতে যাব।
একটার নাম আকাশ,একটার নাম আলো,অন্যটা তুমি।
লাল, হলুদ, সবুজ, আমার দু'চোখে আর একটাও স্বপ্ন নেই।
এই দেখো আমার দুহাতে আগুন,এখন আমি সমুদ্র পোড়াতে যাব।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন