Social Icons

রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬

দোষ - রুদ্র গোস্বামী

যদি দুজন যাস
ট্রেন কিংবা বাস
সুন্দরী কেউ থাক
তোর দিকে তাকাক
যদি প্রেমিক হোস
তুই তাকালে দোষ

আমার চোখে বৃষ্টি ভিজছে খুব - রুদ্র গোস্বামী

ভীষণ একলা হয়ে যাচ্ছি আরও দূর
আমি একলা হেঁটে যাচ্ছি সমুদ্দুর
আয় একটিবার তুই সন্ধ্যা নামার আগে
আয় একটিবার তুই বুকের বারান্দায়
আয় একটি বার তুই অভিমানে রাগে
আয় একটিবার তুই বাকবিতন্ডায়
তোকে বুঝতে থাকার চেষ্টায়
আমি পেরুচ্ছি রোদ্দুর
আমি একলা হেঁটে যাচ্ছি সমুদ্দুর
আমার চোখে বৃষ্টি ভিজছে খুব
ক্লান্ত পাতায় ঘুমের আফসোস
আয় একটিবার তুই স্বপ্ন দেখার রঙ
আয় একটিবার তুই ঠোঁটের শব্দকোষ
একলা আমার লাগছে ভীষণ ভয়
আমি নিজের কাছেই বাড়াচ্ছি বিস্ময়
তোকে ভুলতে থাকার চেষ্টা
আমার হারিয়ে দিচ্ছে সুর
আমি একলা হেঁটে যাচ্ছি সমুদ্দুর

ক্যাকটাস - রুদ্র গোস্বামী

প্রতিশ্রুতি মতো অর্ণা আজ পার্কে আসে দুদিন পর ঈশানের সাথে ওর বিয়ে। অর্ণা দেখতে পায় একা একটা বেঞ্চে বসে ঈশান এক টুকরো ইট নিয়ে মার্বেল বেঞ্চের উপর খুব জোরে জোরে ঘসছে।
কাছে গিয়ে ঈশানকে ডাকে অর্ণা, ঈশান আরও জোরে ইটের টুকরোটা মেঝের উপর ঘসতে ঘসতে অর্ণার দিকে তাকায় তারপর খুব জোর ধমকে ওকে বলে “তোমাদের কাউকে আমি বিশ্বাস করি না চলে যাও এখান থেকে ।”
এর আগে কখনো ঈশানকে এইরকম বাজে ব্যাবহার করতে দেখেনি অর্ণা । রাগে অপমানে জিন্সের পকেট থেকে সেলফোন বার করে ঈশানের বাবাকে রিং করে অর্ণা। কিছুক্ষণ বাদে ঈশানের বাবা পার্কের কাছে আসে, দূর থেকে ছেলেকে দ্যাখে এবং তারপর অর্ণাকে নিয়ে বাড়ি ফিরে ঈশানের ঘরে নিয়ে যায়।
ঘরে পা রেখে অর্ণা বিস্ময়ে হাঁ হয়ে দ্যাখে চার দেয়াল ভরতি চার ছ’টান পেন্সিলে আঁকা অসংখ্য ঘিজিঘিজি ঘসা চারকোণ আর তার পাশে একটা করে প্রায় স্পষ্ট নারী আকৃতি । অর্ণা ঈশানের বাবাকে বলে ঠিক এমনই একটা নারী আকৃতির পাশে আঁকা আর একটা অস্পষ্ট ছবির উপর ইটের টুকরো নিয়ে এলোপাথাড়ি ঘসছিল ঈশান।
ঈশানের বাবা তখন অর্ণাকে বলতে শুরু করে ... ঈশানের তখন ক্লাস টু ওকে ইস্কুল পার্কের বেঞ্চে বসিয়ে এইরকমই একটা দিনে ওর মা ওর নতুন কাকুর সাথে চলে যায়। সেদিন থেকে ঈশানের উচ্চতা বাড়ার সাথে পাল্লা দিয়ে এই ছবিগুলো ক্রমশ দেয়ালের উপরের দিকে উঠছে ...

যেতে পারবে? - রুদ্র গোস্বামী

এই যে তুমি বার বার চলে যাই বলো
ধরো তুমি চলে গেছো
খানিকক্ষণ পর ফিরে এসে যদি দেখো
কষ্টে ভিজে যাচ্ছে আমার বুক
আমার চোখের দিকে তাকিয়ে
তুমি কি তখন মুখ লুকাতে পারবে ?
বলো পারবে ?
ধরো এসে দেখো যদি
হাতে আমার ভেজা রুমাল, আর
তখনও অপেক্ষায় আমি,যাইনি কোথাও
যদি বলি, এলে কেন ?
চাই না তোমায়,চলে যাও যেখানে ছিলে
আমাকে জড়িয়ে না ধরে তখন তুমি পারবে?
বলো পারবে ?
এই যে আমাদের কাছে
আমিও আসি আর তুমিও আসো
এ কথা তো জানে দশজনে
ভালবাসাবাসি কতখানি আছে তোমার আমার
এতো ভালবাসা ছেড়ে
তুমি কি কোথাও যেতে পারবে ?
বলো যেতে পারবে ?