Social Icons

সৈয়দ নূর কামাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সৈয়দ নূর কামাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৫ এপ্রিল, ২০১৪

হাত বাড়ালে বল্‌বি হেসে আমি তো তোর নই - সৈয়দ নূর কামাল

চল্‌না আবার দু’জন মিলে আগের মতো হই
হৃদয় ভরা দুঃখ সুখের গল্প কথা ক’ই

বাড়ির পাশের কুলের বনে, বসে দু’জন নিরজনে
গোপন যতো মনের কথা চোখের ভাষায় ক’ই

জড়িয়ে ধরে বুকের ভেতর, করতে যখন চাইব আদর
বলিস রেগে আমি যেনো সীমার মাঝে রই

ভ্রমর কালো দীঘল চুলে, বাঁধ্‌বি বেণি শিউলি ফুলে
হাত বাড়ালে বল্‌বি হেসে আমি তো তোর নই

টস্‌টসে লাল অধর পরে, চুম্‌তে গেলে জড়িয়ে ধরে
বল্‌বি ফুঁসে এই ফাজিলের কেম্‌নে জ্বালা স’ই

থাকলে দু’দিন কোনখানে, ঠোঁট ফোলাবি অভিমানে
কইলে কিছু বল্‌বি রেগে "আমি কে তোর হই

চল্‌না আবার দু’জন মিলে আগের মতো হই
হৃদয় ভরা দুঃখ সুখের গল্প কথা কই