Social Icons

রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪

‪তবু কেন‬ - মহাদেব সাহা

চোখে তোমার চাঁদের সরোবর
আকাশ এসে বেঁধেছে তার ঘর,
মেঘের সাথে মিলেছে বুঝি নদী
বিদায় জানায় শস্য নিরবধি ।

আমার চোখে তপ্ত মরুভূমি
তবু এসে দাঁড়াও যদি তুমি,
হঠাৎ যেন কেমন করে হয়
মরুর বুকে শান্ত জলাশয় ।

সত্যি তখন গুলিয়ে ফেলি সব
দুঃসময়ে করি এ উৎসব,
তোমার চোখে চাঁদের সরোবর
তবু কেন আধাঁর আমার ঘর !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন