Social Icons

শুক্রবার, ৯ জানুয়ারী, ২০১৫

এই বুকে‬ - মহাদেব সাহা

এই বুকে ভূমিকম্প সয়, বিচ্ছেদ সহে না,
অগ্নিকান্ড সয়, অশ্রুজল সহে না, সহে না ;
এই বুকে সবই সয়, শুধু সহে না বিরহ
সহে না কেবল এইভাবে ঘুরিয়ে নেয়া মুখ,
এই বুকে কতকিছু সয়, দুঃখ-পরাজয়
কতো ঝড়জল সয় বুকে, উপেক্ষা সহে না ;
এই বুকে সয় কতো মেঘরৌদ্র, অন্তহীন খরা
শুধু তোমার আঘাত বুকে সহে না, সহে না ।
সয় কাঁটা, শুধু সয় না তোমার ভুকে যাওয়া
এই বুকে জলোচ্ছাস সয়, ক্রন্দন সহে না,
এই বুকেকতোকিছু সয়, দূরত্ব সহে না ;
এই বুকে সবই সয়, শুধু বিচ্ছেদ সহে না
মরুঝড় সয় বুকে, তোমার অশ্রু সহে না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন