তোমাকে ছুঁয়ে দেখবো বলে...
মাড়িয়ে এসেছি মুক্তোদানা পথে,
সোনালী শিহরণ,
পেরিয়ে এসেছি অবারিত আকর্ষণ,
হেমন্ত আবরণ।
কণকণে মাদলে অপেক্ষা করেছি
সহস্র শৈত্যপ্রতাপ,
ছাড়িয়ে এসেছি কুয়াশা আলিঙ্গন
সোনা রোদ্দুরে সোনা আহ্বান।
তোমাকে ছুঁয়ে দেখবো বলে...
পাড়ি দিয়েছি অজস্র ফাগুণের বন,
ঘুরেছি শত বসন্ত বাগান।
তোমাকে ছুঁয়ে দেখবো বলে...
আকণ্ঠ তৃষ্ণায় অনন্তকাল
দাঁড়িয়ে রয়েছি গ্রীষ্ম শহরে।
অবশেষে তুমি এলে।
তুমি এলে ছেড়ে মেঘমাল্লার শ্বাস,
আকাশের ওপারে আকাশ।
আকাঙ্ক্ষার অনু বর্ষণে ছুঁয়ে দিলে
তপ্ত কপোলের ঢাল,
ছুঁয়ে দিলে অপেক্ষা পাহাড়।
তোমার স্মিত সুহাস আলিঙ্গনে,
ছুঁয়ে দিলে প্রিয়তমাসু মন।
মাড়িয়ে এসেছি মুক্তোদানা পথে,
সোনালী শিহরণ,
পেরিয়ে এসেছি অবারিত আকর্ষণ,
হেমন্ত আবরণ।
কণকণে মাদলে অপেক্ষা করেছি
সহস্র শৈত্যপ্রতাপ,
ছাড়িয়ে এসেছি কুয়াশা আলিঙ্গন
সোনা রোদ্দুরে সোনা আহ্বান।
তোমাকে ছুঁয়ে দেখবো বলে...
পাড়ি দিয়েছি অজস্র ফাগুণের বন,
ঘুরেছি শত বসন্ত বাগান।
তোমাকে ছুঁয়ে দেখবো বলে...
আকণ্ঠ তৃষ্ণায় অনন্তকাল
দাঁড়িয়ে রয়েছি গ্রীষ্ম শহরে।
অবশেষে তুমি এলে।
তুমি এলে ছেড়ে মেঘমাল্লার শ্বাস,
আকাশের ওপারে আকাশ।
আকাঙ্ক্ষার অনু বর্ষণে ছুঁয়ে দিলে
তপ্ত কপোলের ঢাল,
ছুঁয়ে দিলে অপেক্ষা পাহাড়।
তোমার স্মিত সুহাস আলিঙ্গনে,
ছুঁয়ে দিলে প্রিয়তমাসু মন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন