ঐ ছেলে, তুই করলি টা কী?
মরা ডালে হাত ছোঁয়ালি?
এখন আমার কাঁপছে মাটি শেকড় তলে
কাঁপছে আমার ভূবন জুড়ে মরণ বাঁচন ছন্দ সকল
তিরতিরানি চরা স্রোতের ঝরনা নামে বুকের তলে।
ঐ ছেলে, তোর ধরণ কেমন?
তরুণ যুবক ঝরের মাতন
ঝরা পাতার তরাস জাগাস
আমার এমন সাঁঝ বেলাতে?
সমুদ্দুরের ডাক পাঠালি,
ভাঁটির গাঙে উজান এল
মরা নদীর কুল ছাপিয়ে ভাসিয়ে দিলই মিথ্যে বাঁচন
চোখে কি তোর ঘোর লেগেছে?
চুলের ঢলে বাড়ছে বয়েস
ত্বকের সকল বলিরেখা অভিজ্ঞতার গল্প বলে
রক্তে শুনি শীতল শীতল সরীসৃপের শিরশিরানি
দৃষ্টি মেলি এখন আমি হিমবাহের ওপার থেকে
শেষ বেলাতে হৃদয় হরণ কেন আকুল উল্টো টানিস?
উঠলো তলে স্থিতধী মন,
পায়ের মাটি অনিশ্চিত।
মরা ডালে হাত ছোঁয়ালি?
এখন আমার কাঁপছে মাটি শেকড় তলে
কাঁপছে আমার ভূবন জুড়ে মরণ বাঁচন ছন্দ সকল
তিরতিরানি চরা স্রোতের ঝরনা নামে বুকের তলে।
ঐ ছেলে, তোর ধরণ কেমন?
তরুণ যুবক ঝরের মাতন
ঝরা পাতার তরাস জাগাস
আমার এমন সাঁঝ বেলাতে?
সমুদ্দুরের ডাক পাঠালি,
ভাঁটির গাঙে উজান এল
মরা নদীর কুল ছাপিয়ে ভাসিয়ে দিলই মিথ্যে বাঁচন
চোখে কি তোর ঘোর লেগেছে?
চুলের ঢলে বাড়ছে বয়েস
ত্বকের সকল বলিরেখা অভিজ্ঞতার গল্প বলে
রক্তে শুনি শীতল শীতল সরীসৃপের শিরশিরানি
দৃষ্টি মেলি এখন আমি হিমবাহের ওপার থেকে
শেষ বেলাতে হৃদয় হরণ কেন আকুল উল্টো টানিস?
উঠলো তলে স্থিতধী মন,
পায়ের মাটি অনিশ্চিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন