Social Icons

শনিবার, ৫ এপ্রিল, ২০১৪

তুহু মম শ্যামসমান - রেজা রহমান

এক

আসেনা আসেনা ঘুম
যদি বা আসেই সে ভেঙে যায়
কে তাকে রোখে কে ফেরায়!
ভেঙে যাবে কাঁচ তো নয় ঝনঝন
না কেউ শোনে বা না দেখে ভাঙন।

ছবি নেই দেখি
গান নেই শুনি
পল গুনি কি মুহূর্ত গুনি
জানিনে জানিনে সে তো নিজে
যত বুজতে চাই চোখ
তত আসে ভিজে।

কাউকে কি ছোঁবে এই ছবি
দু’পঙক্তি কি লিখবে কোন কবি
কেউ কি গাইবে একটা গান
মরণ রে তুহু মম শ্যামসমান?
কথা ছিল বলা যায়
শুনবেটা কে!
এ-ঘরে সবাক প্রাণী একটাই থাকে।
বাকি যারা আরশোলা ইঁদুর

হরপ্পা মহেঞ্জোদারো থেকে আর দূর
কোথাও কি জেগে আছে আর কেউ
এই আমার মত
কাঁটা ছেঁড়া পোড়া খুব ক্ষত বিক্ষত
নিতে পারে যে আমার কল
যুক্ত হয়ে গড়া যায়
মুক্তশক্তি ঐক্য অবিচল?

গড়ে কি তোলা যায় সিদ্ধবাক
অলৌকিক খেয়া
কুহকিনী নিশীথিনী উত্তাল
সমুদ্র পাড়ি দেয়া
রাতভোরে আলোকণা চিকচিক
বালুকাবেলায়
যেখানে আঁধার মেলে চোখ
বুজে আলোর মেলায়?
সারাদিনমান
দুইভাগ জল আর একভাগ
ডাঙায় শয়ান
শান্তিঘুম নেমে আসে নীলাকাশ থেকে
পরাপাখি তুইও ঘুমো প্রাণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন