কোথায় যাচ্ছ ?
- মেঘের মাঠে ।
কেন ?
- জিজ্ঞেস করতে ।...
কি ?
- এতো কষ্ট নিয়ে,
মেঘ কার কাছে যায় !
যদি না বলে ?
- ফিরবো না ।
তোমার তো খুব জেদ !
- উঁহু, ভালবাসা ।
মেঘের মাঠে মেঘ যে নেই ।
- একটু আগে এই যে ছিল !
হয়তো ছিল,
বৃষ্টি যে তার গা ধুইয়েছে ।
এখন সে নেই ।
- কোথায় গেছে ?
রঙধনুটা যেখানে তার ঘর বেঁধেছে ?
ওই সেখানে ।
- তাহলে যাই ঝর্ণা-বাড়ি ।
কেন ?
- জিজ্ঞেস করতে ।
কি ?
- মেয়ের কেন ঘুম আসে না,
কান্না নিয়ে জেগেই থাকে,জেগেই থাকে !
যদি না বলে ?
- দাঁড়িয়ে থাকবো পাথর যেমন,
তোমার ভারী জেদ ।
উঁহু, ভালবাসা ।
ঝর্ণা-বাড়ি ঝর্ণা যে নেই ।
- এই যে তাকে দেখেছিলাম ,
শব্দ করে কাঁদছিল ?
হয়তো ছিল, এখন সে নেই ।
সূর্য তাকে নিয়ে গেছে পথ দেখিয়ে ।
- কোথায় গেছে ?
যেখানে তার পাহাড় প্রেমিক আকাশ হোলো,
ওই সেখানে।
- তুমি তো বেশ বলতে জানো,কাব্যি পড়ো ?
উঁহু, ভালবাসি ।
- কি যেন নাম ?
ক’দিন আগে পাহাড় ছিল, এখন আকাশ ।।
- মেঘের মাঠে ।
কেন ?
- জিজ্ঞেস করতে ।...
কি ?
- এতো কষ্ট নিয়ে,
মেঘ কার কাছে যায় !
যদি না বলে ?
- ফিরবো না ।
তোমার তো খুব জেদ !
- উঁহু, ভালবাসা ।
মেঘের মাঠে মেঘ যে নেই ।
- একটু আগে এই যে ছিল !
হয়তো ছিল,
বৃষ্টি যে তার গা ধুইয়েছে ।
এখন সে নেই ।
- কোথায় গেছে ?
রঙধনুটা যেখানে তার ঘর বেঁধেছে ?
ওই সেখানে ।
- তাহলে যাই ঝর্ণা-বাড়ি ।
কেন ?
- জিজ্ঞেস করতে ।
কি ?
- মেয়ের কেন ঘুম আসে না,
কান্না নিয়ে জেগেই থাকে,জেগেই থাকে !
যদি না বলে ?
- দাঁড়িয়ে থাকবো পাথর যেমন,
তোমার ভারী জেদ ।
উঁহু, ভালবাসা ।
ঝর্ণা-বাড়ি ঝর্ণা যে নেই ।
- এই যে তাকে দেখেছিলাম ,
শব্দ করে কাঁদছিল ?
হয়তো ছিল, এখন সে নেই ।
সূর্য তাকে নিয়ে গেছে পথ দেখিয়ে ।
- কোথায় গেছে ?
যেখানে তার পাহাড় প্রেমিক আকাশ হোলো,
ওই সেখানে।
- তুমি তো বেশ বলতে জানো,কাব্যি পড়ো ?
উঁহু, ভালবাসি ।
- কি যেন নাম ?
ক’দিন আগে পাহাড় ছিল, এখন আকাশ ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন