১
ভুলে যাওয়া প্রেম
অবেলায় বাজিয়োনা এসরাজ
এমন রৌদ্র দিনে দু' চোখে বৃষ্টি এঁকো না।
ভুলে যাওয়া প্রেম
অবেলায় বাজিয়োনা এসরাজ
এমন রৌদ্র দিনে দু' চোখে বৃষ্টি এঁকো না।
২
আমার স্বপ্নস্পৃষ্ট চোখ এখনো প্রস্তুত নয়।
উদাস, এখনি আমাকে বৃষ্টি স্নানে ডেকো না।
৩
তোরা সুখে থাক রাঙাফুল দীঘি।
তোরা সুখে থাক মোতিহার বিল।
আমার বসবাস
রোজ বারোমাস
যেখানে জলের রঙ নীল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন