Social Icons

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫

ফুলকি - রুদ্র গোস্বামী


ভুলে যাওয়া প্রেম
অবেলায় বাজিয়োনা এসরাজ
এমন রৌদ্র দিনে দু' চোখে বৃষ্টি এঁকো না।

আমার স্বপ্নস্পৃষ্ট চোখ এখনো প্রস্তুত নয়।
উদাস, এখনি আমাকে বৃষ্টি স্নানে ডেকো না।

তোরা সুখে থাক রাঙাফুল দীঘি।
তোরা সুখে থাক মোতিহার বিল।
আমার বসবাস
রোজ বারোমাস
যেখানে জলের রঙ নীল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন