Social Icons

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫

একটি পাহাড়ের গল্প - রুদ্র গোস্বামী ।

ক' এর ভালবাসা ছিল খাঁ খাঁ কৃষ্ণচূড়া আর ম' ভালবাসতো আগুন আগুন পলাশ
তারপর আগুন নিয়ে খেলতে খেলতে খেলতে দুজনেই একদিন পুড়ে হোলো কাঠ ...
এই গল্পটা একটা অল্পবয়সী পাহাড়কে বলতে বলতে একটা কিশোরী নদী
মেঘ হয়ে উড়ে চলে গেলো অনে এ এ এ ক দূরে ...
সেই থেকে পাহাড়টা হয়ে উঠলো আরও পাথরের
আমাদের এ পাড়ায় ছাই রঙের যে পাহাড়টাকে তোমরা দেখো ?
তা না হোলে সে পাহাড়টাও একদিন খুব সবুজ ছিল ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন