১
তুই কাঁদলে নদীর জল
নদী কাঁদলে কি?
মেঘ কাঁদলে বৃষ্টি বলিস
আমি কাঁদলে কি?
তুই কাঁদলে নদীর জল
নদী কাঁদলে কি?
মেঘ কাঁদলে বৃষ্টি বলিস
আমি কাঁদলে কি?
২
তুই তাকালে চাঁদে দহন
চাঁদ তাকালে কি?
রাত তাকালে নষ্ট বলিস
আমি তাকালে কি?
৩
তুই ছুঁলে গোলাপ আগুন
গোলাপ ছুঁলে কি?
আয়না ছুঁলে দুষ্টু বলিস
আমার ছোঁয়া কি?





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন