আমার একটা গ্রাম ছিল
কিছু শ্যামলা রঙের গাছ
আর লালচে রঙের ফুল ছিল
একটা মাটির পথ ছিল
আঁকায় বাঁকায় দূর ছিল
আর দূরের নানান নাম ছিল
আমার একটা ঘর ছিল
কিছু হলদে রঙের দিন
আর কমলা রঙের রোদ ছিল
একটা আয়না সই ছিল
ছড়িয়ে ছিটিয়ে টিপ ছিল
আর টিপের নানান রঙ ছিল
আমার একটা চাঁদ ছিল
কিছু জ্যোৎস্না ভরা রাত
আর রাতের ভিতর ঘুম ছিল
একটা পাখি ভোর ছিল
ভোরের নানান রূপ ছিল
আর রূপের ভিতর টান ছিল
আমার একটা নাম ছিল
একটা হাওয়ায় ওড়া মন
আর বুকের ভিতর গান ছিল
তখন আমার প্রাণ ছিল
তখন আমার প্রেম ছিল
এখন আমার নতুন ঘর
আর ঘরের ভিতর দুজন মানুষ
ভীষণ রকম পর
কিছু শ্যামলা রঙের গাছ
আর লালচে রঙের ফুল ছিল
একটা মাটির পথ ছিল
আঁকায় বাঁকায় দূর ছিল
আর দূরের নানান নাম ছিল
আমার একটা ঘর ছিল
কিছু হলদে রঙের দিন
আর কমলা রঙের রোদ ছিল
একটা আয়না সই ছিল
ছড়িয়ে ছিটিয়ে টিপ ছিল
আর টিপের নানান রঙ ছিল
আমার একটা চাঁদ ছিল
কিছু জ্যোৎস্না ভরা রাত
আর রাতের ভিতর ঘুম ছিল
একটা পাখি ভোর ছিল
ভোরের নানান রূপ ছিল
আর রূপের ভিতর টান ছিল
আমার একটা নাম ছিল
একটা হাওয়ায় ওড়া মন
আর বুকের ভিতর গান ছিল
তখন আমার প্রাণ ছিল
তখন আমার প্রেম ছিল
এখন আমার নতুন ঘর
আর ঘরের ভিতর দুজন মানুষ
ভীষণ রকম পর





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন